ছেঁড়া পাতা

কবিতার পাতায় হৃদয়ের শব্দ

আশীর্বাদ

-কাজী নজরুল ইসলাম

আপনার ঘরে আছে যে শত্রু 
তারে আগে করো জয়, 
ভাঙো সে দেয়াল, প্রদীপের আলো 
যাহা আগুলিয়া রয়। 
অনাত্বীয়রে আত্বীয় করো, 
তোমার বিরাট প্রাণ 
করে না কো যেন কোনোদিন কোনো 
মানুষে অসম্মান। 
সংসারের মিথ্যা বাঁধন 
ছিন্ন হোক আগে, 
কবে সে তোমার সকল দেউল 
রাঙিবে আলোর রাগে।

Leave a Reply

Verified by MonsterInsights